রাজ্যে সরকারি কলেজে গ্রূপ-সি ও গ্রূপ- ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলায় যেকোনো প্রাথী আবেদন করতে পারবেন। পরীক্ষা নয়, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। নিয়োগ করা হবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এখানে কর্মী নিয়োগ করা হবে।
•(গ্রূপ-সি) পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক এবং সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন (CCA) কোর্স করে থাকতে হবে।
পদের নাম- ল্যাব এটেনডেন্ট।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত মাধ্যমিক পাশ। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- আলাদা করে আবেদন করতে হবে না। ইন্টারভিউ -এর দিন নিজের সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। www.wbhealth.gov.in ও www.nbmch.ac.in এই ওয়েবসাইট থেকে আবেদনপত্রের ডাউনলোড করতে পারবেন।
ইন্টারভিউ তারিখ ও সময়- ১৫/০৬/২০২১ তারিখ সকাল ১১ টা। ইন্টারভিউ হবে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজের ঠিকানায়।
ইন্টারভিউতে কি কি ডকুেন্টস লাগবে-
• মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক এর মার্কশিট।
• বয়সের প্রমাণপত্র।
• সেল্ফ অ্যাটেস্টেড করার পাসপোর্ট সাইজ ফটো।
• কম্পিউটার কোর্সের সার্টিফিকেট ও কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
• সমস্ত ডকুমেন্টস এর উপরে সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে।
উপরের সমস্ত ডকুমেন্টস গুলো ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
📌ঠিকানা টি হল👇
Government of West Bengal
Office of the Principal
North Bengal Medical College
Sushrutanagar, Darjeeling, 734012
Phone/fax: 0353 2585 478