ভারতীয় রেলে টিকিট সেলার নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন 2021 রাজ্যে শুধুমাত্র মাধ্যমিক পাশে ভারতীয় রেলে টিকিট সেলার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হল্ট স্টেশনে। আবেদন করতে আগ্রহী হয়ে থাকলে জেনে নিন বেতন, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি।
পদের নাম- হল্ট এজেন্ট।
বয়স- 01/06/2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 18 বছরের বেশি।
বেতন- প্রতি মাসে 1/- থেকে 15,000/- টাকার টিকিট বিক্রি করতে পারলে 15%, 15,001/- থেকে 50,000/- এর জন্য 12%; 50,001/- থেকে 1,00,000/- এর জন্য 9%; 1,00,001/- থেকে 2,00,000/- এর জন্য 6%; 2,00,001/- বা তার বেশি -এর জন্য 3% কমিশন দেওয়া হবে। প্রতিমাসে কমপক্ষে 1000/- টাকা কমিশন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কাজ চালানোর মত ইংরেজি জানতে হবে। প্রার্থীকে পূর্ব বর্ধমান বা হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
নিয়োগ করা হবে - পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার লক্ষীপুর স্টেশন, এবং হুগলি জেলার তালান্দো স্টেশন ও সিমলাগড় স্টেশনে। আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নিম্নলিখিত ঠিকানার ড্রপবক্সে জমা করতে হবে। যে স্টেশনের জন্য আবেদন করছেন সেটি খামের ওপর লিখে দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 16 জুলাই, 2021 তারিখ পর্যন্ত।
আবেদনপত্রর পাঠানোর ঠিকানা-
Report