primary teachers recruitment
বাংলায় প্রায় ৩২ হাজার শিক্ষক নিয়োগ, ঘোষণা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১৪ হাজার আপার প্রাইমারি শিক্ষক পুজোর মধ্যেই নেওয়া হবে (Teachers Recruitment)। ১০ হাজার ৫০০ পার্শ্ব প্রাইমারি টিচার পুজোর মধ্যেই নেওয়া হবে।
পুজোর মধ্যেই রাজ্যে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। সোমবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা জানিয়েছেন, ১৪ হাজার আপার প্রাইমারি শিক্ষক পুজোর মধ্যেই নেওয়া হবে। ১০ হাজার ৫০০ পার্শ্ব প্রাইমারি টিচার (Teachers Recruitment) পুজোর মধ্যেই নেওয়া হবে। ৭ হাজার ৫০০ প্রাথমিক শিক্ষক মার্চের মধ্যে নিয়োগ করা হবে। সবমিলিয়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় বাংলার শিক্ষক মহলে স্বভাবতই খুশির হাওয়া।
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'মেধার ভিত্তিতে স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। কারও কাছে লবি করার কোনও প্রয়োজন নেই'। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
একুশের নির্বাচনের (West bengal Elections) আগে কর্মসংস্থান (Employment) ইস্যুতে মমতা সরকারকে একহাত নিয়েছিল বিরোধীরা। শিক্ষক নিয়োগ ঘিরে দীর্ঘদিন ধরে টালবাহানা চলেছে রাজ্যে। রাজ্যে শিক্ষক আন্দোলন বাংলার শাসকদলের কাছে মাথাব্যথা ছিল। এই ইস্যুকে ঘিরে বাংলার শাসকদলকে বরাবরই নিশানা করেছে বিরোধী শিবির। টেট নিয়েও জটিলতা তৈরি হয়েছিল।শেষমেশ একুশের লড়াইয়ে হ্যাটট্রিকের পর শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত যেভাবে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, করোনাকালে (Covid 19) লকডাউনের (Lockdown) জেরে অর্থনৈতিক অবস্থা কার্যত তলানিতে। বহু মানুষই চাকরি হারিয়েছেন। বেকারত্বের হারও বাড়ছে ক্রমাগত। এমন কঠিন সময়ে বাংলায় তৃতীয়বার সরকারে আসার পর শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।