রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে পোস্ট অফিসে একাধিক শূন্যপদে ডাক সেবক নিয়োগের জন্য ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে একটি অফিশিয়াল আপডেট দেয়া হয়েছে।
বিষয় - পশ্চিমবঙ্গে ডাক সেবক নিয়োগের জন্য অফিশিয়াল আপডেট দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে এবং যেসব রাজ্যের চিপ পোস্টমাস্টার কে পাঠানো হয়েছে সেই রাজ্য গুলি হল আসাম , পশ্চিমবঙ্গ ,উত্তরাখান্ড ,হরিয়ানা মধ্যপ্রদেশ ,রাজস্থান এবং জম্মু-কাশ্মীরের চিফ পোস্টমাস্টারকে পাঠানো হয়েছে। এবং এই নোটিসের সাবজেক্টেটি হলো যে সাইকেল 3 এর জিডিএস পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিষয়ে নিয়ে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে গ্রামীণ ডাক সেবক পদে আবেদন শুরু হবে 05/07/2021 তারিখ থেকে 04/8/2021 তারিখ পর্যন্ত।
এবং এই নিয়োগের অফিশিয়াল নোটিশ বার হতে পারে জুলাই 3 থেকে 4 তারিখে।
-:বিস্তারিত :-
পদের নাম-গ্রামীণ ডাক সেবক।
মোট শূন্যপদ- গ্রামীণ ডাক সেবক পদে মোট শূন্যপদ হতে পারে 3000+
শিক্ষাগত যোগ্যতা- শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন।
এছাড়া আবেদনকারীকে অবশ্যই সাইকেল চালাতে জানতে হবে।
বেতন- 4 ঘন্টা কাজের জন্য 12,000 টাকা এবং 5 ঘণ্টা কাজের জন্য 14,500 টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি- গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে হবে সরাসরি অনলাইনে ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট www.indianpostoffice.gov.in বা www.appost.in/gdsonline এ গিয়ে। এই পদে আবেদন করার জন্য প্রথমে আপনাদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীর সমস্ত বিবরণ পূরণ করতে হবে।
আবেদন শুরু হবে 05/07/2021 তারিখে।
আবেদন শেষ হবে 04/08/2021 তারিখে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ জমা দিতে হবে 100 টাকা। 5 টি পোস্ট অফিসে আবেদনের জন্য 100 টাকা এভাবে মোট সর্বোচ্চ 20 টি পোস্ট অফিসে আবেদন করতে পারেন তার জন্য মোট 500 টাকা জমা দিতে হবে।
বিঃদ্রঃ-এই চাকরি সংক্রান্ত আপডেট পেতে বা নোটিফিকেশন বার হলে মোট কত শূন্যপদে নিয়োগ করা হবে এ সংক্রান্ত বিষয়ে জানতে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট https://sarkarichakri21.blogspot.com/ এ নিয়মিত ভিজিট করবেন।