ভাইরাসের আবহে ইস্টার্ন রেলওয়তে একাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কাচরাপাড়ায় এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন, তাও জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ইস্টার্ন রেলওয়তে একাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
মোট শূন্যপদ : ১৮ টি
কোন কোন শূন্যপদ
১) সিএমপি (স্পেশালিস্ট) - ১০
২) সিএমপি (নন-স্পেশালিস্ট) - ৪
৩) প্যারামেডিক্যাল স্টাফ - ৪
চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) সিএমপি (স্পেশালিস্ট) - ফিজিশিয়ান, ইন্টারনাল মেডিসিন, অ্যানাস্থেশিওলজিস্ট, রেডিওলজিস্ট, প্যাথলজিস্ট পদে নির্দিষ্ট যোগ্যতা (এমডি/ডিএনবি/এমআরসিপি/ডিএ/ডিএমআরডি/ডিসিপি) অনুযায়ী নিয়োগ করা হবে।
২) সিএমপি (নন-স্পেশালিস্ট) - এমবিবিএস, কম্পালসারি রোটেটারি ইন্টার্নশিপ। প্রার্থীকে এমসিআই অনুমোদিত হতে হবে।
৩) প্যারামেডিক্যাল স্টাফ - বাংলা, হিন্দি বা ইংরাজি কম্পালসারি বিষয় সহ স্নাতক হতে হবে। ডোয়েক ও লেভেল সার্টিফিকেট থাকতে হবে।
বয়সের সীমা:
১) সিএমপি (স্পেশালিস্ট) - বয়সের উর্ধ্বসীমা ৬৫ বছর।
২) সিএমপি (নন-স্পেশালিস্ট) - বয়সের উর্ধ্বসীমা ৬৫ বছর।
৩) প্যারামেডিক্যাল স্টাফ - ২৫ থেকে ৩৫ বছর।
বেতন :
১) সিএমপি (স্পেশালিস্ট) - প্রতি মাসে ৯৫ হাজার টাকা।
২) সিএমপি (নন-স্পেশালিস্ট) - প্রতি মাসে ৭৫ হাজার টাকা।
প্রার্থী নিয়োগ পদ্ধতি:
১) ওয়াক ইন ইন্টারভিউের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
২) সিএমপি পদের জন্য ২৭ মে হবে সাক্ষাৎকার।
৩) প্যারামেডিক্যাল স্টাউদের জন্য ২৮ মে ইন্টারভিউ হবে।
৪) রিপোর্টিং টাইম সকাল ১০টা।
৫) আরও বিস্তারিত জানতে https://er.indianrailways.gov.in/cris//uploads/files/1621417693736-Notification%20CMP%20&%20Receptionist.pdf লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তি পড়ুন।