দুয়ারে রেশন প্রকল্পে কিভাবে আবেদন করবেন

4.94 Download
Note: To prevent users from installing apk files from outside, Google Play has now added a warning when installing apks & mods. PlayProtect will tell you the file is harmful. Simply, just click “Install anyway (unsafe)”.
Grand Theft Auto V / GTA 5 v2.00 APK + MOD (Beta)

Information

Nameদুয়ারে রেশন প্রকল্পে কিভাবে আবেদন করবেন

 দুয়ারে রেশন এ চাকরি 


            



এইমাত্র নবান্ন থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দের কাছে একটি অফিসিয়াল নোটিফিকেশন পাঠানো হয়েছে , যেখানে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় চালু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প আর এই দুয়ারে রেশন প্রকল্পে কাজ করার জন্য প্রত্যেকটা গ্রাম থেকে 10 জন করে ছেলেকে চাকরি দেওয়া হবে , সেই সঙ্গে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি নির্দেশ পাঠিয়েছেন - যেখানে তিনি জানিয়েছেন যে প্রত্যেকটা এলাকা থেকে 10 জন করে ছেলেকে দুয়ারে রেশন প্রকল্পের চাকরিতে নিযুক্ত করা হোক । যারা রেশন শপ থেকে রেশন নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন।  

কারা চাকরি পাবেন - প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে 10 জন করে ছেলেকে এই চাকরিতে নিযুক্ত করা হবে । 

 শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ ।


বয়স -১৮ থেকে ৩০ বছর ।


কি কাজ করতে হবে - ডেলিভারি বয়ের কাজ । রেশন শপ থেকে রেশন নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন।  

বেতন কত পাবেন ? 

দুয়ারে রেশন প্রকল্পে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে দৈনিক 396 টাকা করে দেওয়া হবে , এখানে কিন্তু কোনো রকম ফিক্সড স্যালারীর ব্যবস্থা নেই , আপনি যে কদিন কাজ করবেন সেই কদিনের রোজ হিসেবে 396 টাকা করে পারিশ্রমিক পাবেন । হিসেব করে দেখতে গেলে মাসে প্রায় 11 থেকে 12 হাজার টাকার মতো বেতন পাবেন । 

আবেদন প্রক্রিয়া?

সম্ভবত, এখানে আপনি অফলাইনে আবেদন করতে পারবেন। আপনার বিডিও/পঞ্চায়েত বা পৌরসভায় আপনি এর আবেদন ফর্ম পাবেন, সেটি ফিলাপ করে তার সাথে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমানপত্র জমা দিলেই ফর্ম ফিলাপ হয়ে যাবে.

কোথায় আবেদন করবেন ? 

এই প্রকল্পে চাকরির ফর্ম ফিলাপ এখনও চালু হয়নি, যখন চালু হবে তখন,

এই চাকরি টি পেতে হলে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করতে হবে , অথবা আপনি বিডিও অফিসের সাথে যোগাযোগ করতে পারেন । এছাড়া আপনি যদি শহরাঞ্চলে বাস করেন সে ক্ষেত্রে আপনাকে আপনার পৌরসভার সঙ্গে যোগাযোগ করতে হবে ।



Mới hơn Cũ hơn
Gangstar Vegas v6.8.0e MOD APK + OBB (Unlimited Money/VIP 10)
Poppy Playtime Chapter 1 v1.0.8 APK (Full Game)