রাজ্যের স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদে নিয়োগ, প্রতিমাসে বেতন ১৭,২২০ টাকা

4.94 Download
Note: To prevent users from installing apk files from outside, Google Play has now added a warning when installing apks & mods. PlayProtect will tell you the file is harmful. Simply, just click “Install anyway (unsafe)”.
Grand Theft Auto V / GTA 5 v2.00 APK + MOD (Beta)

Information

Nameরাজ্যের স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদে নিয়োগ, প্রতিমাসে বেতন ১৭,২২০ টাকা

 

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদে নিয়োগ 2021



পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য বিভাগে প্রচুর শূন্যপদে পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৩৫০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে দুমাসের চুক্তির ভিত্তিতে লোক নিয়োগ করছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই আবেদন করতে পারবে। নিয়োগ করা হবে রাজ্যের সরকারি করোনা হাসপাতালে।


পদের নাম- মেডিক্যাল টেকনোলজিস্ট (CC)

শূন্যপদ- ৩৮ টি।

পদের নাম- মেডিক্যাল টেকনোলজিস্ট (OT)

শূন্যপদ- ১৯ টি।


পদের নাম- ল্যাবরেটরি টেকনিশিয়ান

শূন্যপদ- ২ টি।

শিক্ষাগত যোগ্যতা- উপরোক্ত তিনটি পদের ক্ষেত্রেই প্রার্থীদেরকে পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা এবং জীববিদ্যা নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ এবং যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল টেকনোলজি নিয়ে দু’বছরের ডিপ্লোমা কোর্স অথবা ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে ব্যাচেলার ডিগ্রি।

নিয়োগের স্থান- Baltikuri ESI Covid Hospital.

পদের নাম- স্টাফ নার্স

শূন্যপদ- ২৯১ টি।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাস এবং WBNC এর আন্ডারে জিএনএম (GNM) নার্সিং/বিএসসি (B.sc) নার্সিং।

বয়স- উপরের সবগুলো পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ বছরের কম হওয়া যাবে না।

বেতন- উপরের সবগুলো পদের ক্ষেত্রে প্রতি মাসে বেতন ১৭,২২০ টাকা।


নিয়োগের স্থান- হাওড়া জেলার বিভিন্ন করোনা হাসপাতালে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ এর তারিখ- ৩১/০৫/২০২১, সকাল ১১ টা। ইন্টারভিউ হবে সংশ্লিষ্ট দপ্তরের অফিসে।

প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আগ্রহী প্রার্থীরা তাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস দিয়ে একটা সাদা কাগজে আবেদন লিখে ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে।

https://www.mediafire.com/download/1m11m0x3vazrlm9


Mới hơn Cũ hơn
Gangstar Vegas v6.8.0e MOD APK + OBB (Unlimited Money/VIP 10)
Poppy Playtime Chapter 1 v1.0.8 APK (Full Game)