Swasthya Sathi Prakalpa Recruitment 2021.
ইতিমধ্যে রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন । নিয়োগ করবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গের 23 টি জেলার যেকোন প্রার্থী আবেদন করতে পারবেন।
পদের নাম- DISTRICT COORDINATOR- IT (ডিসটিক কো-অর্ডিনেটর- IT)
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে হতে হবে। (০১/০১/২০২১ তারিখ অনযায়ী)
বেতন- প্রতি মাসে ২৮,৬৬২ টাকা ।
শিক্ষাগত যোগ্যতা-
Computer Science / PGDCA/ MCA/ MSC (IT) নিয়ে স্নাতকোত্তর হতে হবে। বিসনেস ম্যানেজমেন্ট অথবা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে নিয়ে ডিপ্লোমা/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করে থাকতে হবে।
আবেদন পদ্ধতি- অনলাইনে আবেদন করতে হবে । www.hooghly.nic.in এটি হলো হুগলী জেলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ : ১৫/০৬/২০২১ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত।
নির্বাচন পদ্ধতি-
লিখিত পরীক্ষা- ৭০ নম্বর
কম্পিউটার টেস্ট- ২৫ নম্বর ও ইন্টারভিউ- ৫ নম্বর এর উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে। এখানে সমস্ত প্রশ্নপত্র MCQ টাইপ হবে। প্রার্থীদের এডমিট কার্ড www.hooghly.nic.in এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
সকল প্রার্থীরা ১৬/০৬/২০২১ তারিখ পর্যন্ত এই ওয়েবসাইট ভিজিট করতে হবে।